
স্থানীয় শ্রমিকরা জানান, মামলার এজাহারে অন্তর্ভূক্ত ১ নং আসামী মো. রুবেল ভূঁইয়া ও ২ নং আসামী মো. মাঈনুদ্দিন গ্রেফতার না হওয়ায় বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করছে।
এ বিষয়ে সদর থানার ওসি মো. আবু বক্কর সিদ্দিক জানান, বাদীকে হুমকি দেওয়ার বিষয়টি নিয়ে আমরা অবগত আছি। আমরা চেষ্টা করে যাচ্ছি আসামীদের যেকোনো সময় গ্রেফতার করা হবে। অভিযান চলমান আছে। কেউ শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য, মঙ্গলবার চরমুক্তারপুর দেওয়ান কোল্ড স্টোরেজের সামনে ঠিকাদার নাসির মোল্লার কাছ থেকে ১০ লক্ষ টাকা চাঁদা করে তার উপর হামলা করে ১০-১৫ জনের একটি দল। চাঁদা না দেওয়ায় আকস্মিক মোটর সাইকেলে করে অকথ্য ভাষায় গালিগালাজ এবং তাকে মারধর করে ফাঁকা গুলি-ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।