সিরজদিখান উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আঃ রাজ্জাক (৫৫) এর লাশ উদ্ধারকরা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বিদ্যালয়ের একটি পরিত্যাক্ত ভবন থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করতে পারে। গত তিন দিন আগে বুধবার সকালে বাড়ি থেকে মর্নিং ওয়াকে বের হয়ে বাড়িতে ফিরে যায়নি।
অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, সে আমাদের বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিল। লাশটি ২/ ৩ দিন আগের হবে।