আজ শনিবার দুপুর ১২টায় টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের মারিয়ালয় গামে ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ এর বাড়িতে গরীব দুস্থ অসহায় মানুষদের মাঝে ৫০০ পিচ লেপ কম্বল বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে
মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ,
সাবেক ভাইস চেয়ারম্যান এমিলি পারভীন, সোনারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি, সাবেক ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল,
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জহির খান, আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, সহ অত্র ধীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক বেপারী সহ নয়টি ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারি বৃন্দরা।