মুন্সীগঞ্জ সদরে চাঁদাদাবি করে হামলার ঘটনায় দায়ের করা মামলায় ৬ জনের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত। রবিবার মুন্সীগঞ্জ চীফ জুডিশিয়াল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুক্তা মন্ডল।
বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ কোর্ট ইন্সপেক্টর জামাল উদ্দিন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ৯ ফেব্রুয়ারি চাঁদা না দেওয়ায় সার শ্রমিক ঠিকাদার নাসির মোল্লা (৪৩) কে মারধর ও হুমকি দেওয়ার ঘটনা ঘটে।
এসময় ফাঁকা গুলি ও ককটেল নিক্ষেপের মতো ঘটনায় বুধবার ১০ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জ সদর থানায় ১২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন ভূক্তভোগী নাসির মোল্লা (৪৩)।
কারাগারে প্রেরণ করা আসামীরা হলেন, মামলার এজাহারে ৫ নং আসামী মো. অপু ভূইঁয়া, ৬ নং আসামী মো. শাহিন, ৭ নং মো. রহিম বাদশা, ৮ নং মো. সানি, ৯ নং আলতাফ, ১০ নং, মো. জুয়েল। গ্রেফতার হওয়ার পর স্থানীয় শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে জানান, হামলার দিন ব্যবহৃত অস্ত্র উদ্ধার না হওয়ায় আতঙ্ক নিয়ে কাজ করতে হচ্ছে তাদের।
উল্লেখ্য, মঙ্গলবার চরমুক্তারপুর দেওয়ান কোল্ড স্টোরেজের সামনে ঠিকাদার নাসির মোল্লার কাছ থেকে ১০ লক্ষ টাকা চাঁদা করে তার উপর হামলা করে ১০-১৫ জনের একটি দল। চাঁদা না দেওয়ায় আকস্মিক মোটর সাইকেলে করে অকথ্য ভাষায় গালিগালাজ এবং তাকে মারধর করে ফাঁকা গুলি-ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।