তুষার আহাম্মেদ:
রবিবার অনুষ্ঠিত মিরকাদিম পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী আবদুস ছালাম (নৌকা) ২০ হাজার ৫শ ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মিজানুর রহমান (ধানের শীষ) ৮শ’৬৮ ভোট পেয়েছে।
স্বতন্ত্র মেয়র প্রার্থী খন্দকার মোহাম্মদ হোসেন রেনু ( জেপি) ৩শ’৭০ ভোট পেয়েছে ও অপর স্বতন্ত্র মেয়র প্রার্থী শহীদুল ইসলাম শাহীন ১শ’৭৭ ভোট পেয়েছেন। এ পৌরসভায় মোট ভোটার হচ্ছে ৩৭ হাজার ৩শ’ ৭৬ ভোট।
এদিকে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার আরিফুল হক বলেন, ভোট সুষ্ঠ হয়েছে, তিনি যদি ভোট বয়কট করে থাকেন সেটা তার বিষয়। আমাদের কাছে কোন অভিযোগ করেননি।