
গজারিয়া উপজেলায় অটোরিকশাসহ রবিন নামে এক অটোরিকশা চোর গ্রেফতার করেছে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ।
হাইওয়ে থানা ইনচার্জ সালাউদ্দিন জানান রোববার ১৪ ফেব্রুয়ারি ভোর ৬’৩০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাস স্ট্যান্ড সংলগ্ন মেঘনা ব্রিজের উপর ঢাকামুখী অবস্থায় এস আই মোঃ ইউনুছ আলী, এটিএস আই কাবিল হোসেন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গাড়িসহ চোরকে আটক করতে সক্ষম হয় ।
এসআই মোঃ ইউনুছ আলী জানান আটককৃত চোর রনি প্রকাশ রবিন নামে পরিচিত। চোর রবিন বি বাড়িয়া জেলা বাঞ্ছারামপুর থানা ও ইউনিয়নের নতুনহাটি গ্রামের মৃতঃ আব্দুর রহিমের ছেলে রনি প্রকাশ রবিন। তিনি আরো জানান অটোরিকশাসহ চোর রবিন ঢাকামুখী অবস্থায় মেঘনা ব্রিজের উপরে উড়তে চেষ্টা করলে , সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদে চোর চিহ্নিত হয় ।
চোর রবিন জানান একই এলাকার পার্শ্ববর্তী উজানচর ইউনিয়নের শেকেরকান্দি গ্রামের হাবুল্লা মিয়ার চাচার অটোরিকশা চুরি করে নিয়ে এসেছেন । এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এটিএসআই কাবিল বাদী হয়ে একটি মামলা করেন।