
মুন্সিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত যুবক রাহাত হোসেন।
মুন্সিগঞ্জ সদর উপজেলায় রাহাত হোসেন (২৫) নামের এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার(১২.০২.২০২১) রাত ১০ ঘটিকার সময় এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা গেছে, সদরের মোল্লাচর এলাকার মোঃ গিয়াসউদ্দিনের ছেলে মোঃ কাউসার(২২) এর সাথে রাহাত(২২) পিতাঃ- নাসির উদ্দিন(৪৬) দক্ষিণ ইসলামপুর, পূর্ব শত্রুতার জের ধরে বিরোধ চলছিল। গতকাল শুক্রবার(১২.০২.২০২১) রাত ১০ ঘটিকার সময় বিশেষ কাজ শেষে রাহাত গজারিয়া থেকে বাসায় ফিরছিল।
পথিমধ্যে এলাকার ত্রাস, মাদকাসক্ত, একাধিক মামলার আসামী কাউসার(২৪) পিতা- গিয়াসউদ্দিন গ্রাম- মোল্লাচর, নয়ন(২১) পিতা মনির হোসেন(৪৪),জিহাদ(২২) পিতা- নান্নু মিয়া(৪৩), শান্ত(২১) পিতা- মতিন চৌকিদার উভয় সাং- দক্ষিণ ইসলামপুর, যোগিনীঘাট। ওঁৎ পেতে থাকা মানিক মিঞা ঘাট সংলগ্ন রাহাতের গতিরোধ করে।
আসামী কাউসার রাহাতের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আসামী কাউসার ও তার দলবল রাহাতের উপর এলোপাতাড়ি চাপাতি, সার্জিক্যাল নাইফ দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
স্থানীয়রা আহত রাহাতকে উদ্ধার করে। পরে মুঠোফোনে খবর পেয়ে ইমন হোসেন, রানা,সাকিব, রাহাত কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
মুন্সিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুবক্কর সিদ্দিকী জানান, এলাকার ত্রাস, মাদকাসক্ত, কাউসার সহ হামলাকারীদের গ্রেফতার করার জন্য আমাদের টিম মাঠে কাজ করছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।