মোহাম্মদ সেলিম:
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান তালুকদার বলেন, মিরকাদিম পৌরসভার নির্বাচন ইভিএম পদ্ধতিতে হচ্ছে। দুপুর পৌনে একটা পর্যন্ত এখানে প্রায় ৩৫ থেকে ৩৭ শতাংশ ভোট পড়েছে। বাকি সময়ের মধ্যে আরো ভোট পড়বে। নির্বাচন সুন্দরভাবে হচ্ছে।
এখানে নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে জেলা প্রশাসন থেকে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ নির্বাচনে কোথায় কোন অপ্রীতিকর ঘটনার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
তিনি এনায়েত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের কাছে এ কথা বলেন। এর আগে তিনি একাধিক ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
এদিকে পুলিশ সুপার আব্দুল মোমেন বলেন, এখানকার নির্বাচনের লক্ষ্যে পুলিশ প্রশাসন থেকে পর্যাপ্ত আইন শৃংখলা বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচনে কোথায়ও কেন্দ্রের ভেতরে কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর আমরা এখনো পাই নাই।
তিনি এনায়েত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের কাছে এ কথা বলেন। এর আগে তিনি একাধিক ভোট কেন্দ্র পরিদর্শন করেন।