মোঃ রুবেল ইসলাম তাহমিদ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় চোরকে ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরস্কার দিবেন বলে, সোমবার, ১৫ ফেব্রুয়ারী তার নিজের ফেসবুকে সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিওটি পোস্ট করে এ ঘোষণা দিয়েছেন কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
চেয়ারম্যান আজাদ জানান, সকালে ঘুম থেকে উঠে আমার মোটর সাইকেল ঢেকে রাখার কাপড় টি সরানো দেখতে পেয়ে, আমার সন্দেহ হয়।
পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করে দেখি ভোর ৪টা ৫ মিনিটে গায়ে জ্যাকেট পায়ে জতা এক যুবক মোটর সাইকেলের টি চুরি করার চেষ্টা করছে। কিন্তু সামনের চাকা লক করে রাখায় চোর মোটর সাইকেল টি নিতে না পেরে চলে যায়।
ক্যামেরার ফুটেজ চেক করে চোরকে চিনতে পারিনি। তিনি আরও বলেন, ইদানিং এলাকায় কয়েকটি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। তাই চোর ধরতে লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছি। ঘোষণাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।