
সারাদেশের সাথে একযোগে মুন্সীগঞ্জ জেলায়ও নিউজ পোর্টাল ঢাকা পোস্টর আনুষ্ঠানিক উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের শফিউদ্দিন আহমেদ মিলনায়তনে এ উপলক্ষ্যে আলোচনাসভা ও কেক কেটে পোর্টালটির উদ্ধোধন অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) দীপক কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল হাসান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাছিরউদ্দিন উজ্জ্বল, সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, বর্তমান সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা।

আরাফাত রায়হান সাকিব, নাজির হোসেন, আপন সরদার, ফটো সাংবাদিক তানজিল হাসান, মোঃ আকাশ, সেজান আহমেদ, মৃদুল। এর আগে এ উপলক্ষে একটি র্যালী মুন্সিগঞ্জ প্রেসক্লাব হতে বের হয়ে সুপার মার্কেট হয়ে মুন্সিগঞ্জ প্রেসক্লাবে ফিরে আসে।
প্রধান অতিথি ও অতিথিরা বক্তব্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে ঢাকা পোস্টের সমৃদ্ধি কামনা করেন।