
গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে জামালপুর গ্রামে এক মধ্যে বয়সী নারী কে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের চাচা রাসেল দেওয়ানের বিরুদ্ধে। রোববার সকাল ৯টার দিকে জামালপুর গ্রামে এই ঘটনা ঘটে।
আহত অবস্থায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বিধবা রানী বেগম (৪৫) বলেন, আমার তিন ফসলী জমির উপর দিয়ে আমাকে জিজ্ঞেস না করে বৈদ্যুতিক খুঁটি স্থাপনে বিষয়ে জানতে চাইলে ওয়ার্ডের হালিম মেম্বারের চাচা রাসেল দেওয়ান এক পর্যায়ে আমাকে কাঠের ডাঁসা দিয়ে আঘাত করে। পরে লোকজন আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছে।
এঘটনায় আহত রানী বেগম এর ভাই রুহুল আমিন দেওয়ান রোববার দুপুরে গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
গজারিয়া থানার এসআই তানভীর জানান, এই ঘটনায় গজারিয়া থানায় একটি অভিযোগ দিয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।