মাসুদ রানা রাব্বানী:
রাজশাহী বিভাগের আট জেলায় বর্তমানে করোনা রোগীর সংখ্যা ১ হাজার ৬৮ জন। বিভাগে এ পর্যন্ত মোট ২৫ হাজার ৬১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
এর মধ্যে সুস্থ হয়েছেন ২৪ হাজার ১৪৬ জনই । আর আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৩৯৬ জনের। ফলে বিভাগে এখন মোট করোনা পজিটিভ আছেন ১ হাজার ৬৮ জন।
বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত বুধবার বিভাগে নতুন মাত্র পাঁচজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে চারজনেরই বাড়ি বগুড়া, একজনের বাড়ি রাজশাহী।
এ দিন বিভাগে করোনা রোগী সুস্থ হয়েছেন ১৮ জন। এদের মধ্যে রাজশাহীর পাঁচজন, নওগাঁর দুইজন, নাটোরের একজন, জয়পুরহাটের পাঁচজন এবং বগুড়ার পাঁচজন সুস্থ হয়েছেন।
বিভাগের আট জেলায় এখন পর্যন্ত কোভিড-১৯ রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৯৮৭ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন পাঁচজন।