নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নে দু:স্থ মহিলা উন্নয়ন ভিজিডি কর্মসূচির আওতায় ২০২১-২০২২ চক্রের উপকার ভোগীদের মাঝে খাদ্যশস্য ও ভিজিডি কার্ড বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে আধারা ইউনিয়নের চিতলীয়া বাজার মোল্লা কমিউনিটি সেন্টার ১৩৯ জন দু:স্থ মহিলাদের মাঝে ভিজিডি কার্ড ও ২ মাসের জন্য ৬০ কেজি করে চাউল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চাউল বিতরণ করেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু।
আধারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. শামসুল কবির মাষ্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রামার অফিসার আলেয়া ফেরদৌসি।
অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিশষদ সচিব সালাউদ্দিন মিজান, প্যানেল চেয়ারম্যান সুরুজ মিয়া, ইউনিয়ন পরিষদ সদস্য মেম্বার কবির ঢালী, হানিফ দে, মহিলা সদস্য আনোয়ারা।