আরিফ হোসেন হারিস:
সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালত এক দোকানীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে।
বুধবার দুপুরে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার সৈকত টেইড্রার্স নামে এক দোকানে অভিযান
চালিয়ে দোকান মালিক চর বিশ্বনাথ গ্রামের আব্দুল কাদিরের পুত্র সোয়েদ হোসেনকে (৫৬) মেয়াদউত্তীর্ন কীটনাশক ও জৈবসার রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ২০০৯ এর ৪১,৫০ ও ৫১ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয় । এ সময় মেয়াদউত্তীর্ন মালামাল জব্দ করা হয় ।
ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষিকর্মকর্তা মহসিনা জাহানা তোরন, এএসআই ইমরান ও উদ্ভিদ কর্মকর্তা মোশারফ হোসেন।