জুয়েল দেওয়ান:
গজারিয়া উপজেলার টেঙ্গাচর ইউনিয়নের মিরেরগাঁও এলাকায় ধর্ষণ মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম (৩০) কে চট্টগ্রাম জেলার বোয়ালখালী হতে গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ।
গতকাল বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. রইছ উদ্দিন।
ওসি মো. রইছ উদ্দিন জানায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, গজারিয়ার ধর্ষণ মামলার প্রধান
আসামি চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানা এলাকায় আত্মগোপন করছে। পরে অভিযান চালিয়ে তাকে সেখান থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এড়ানোর উদ্দেশে সে আত্মগোপন করেছিল।
উল্লেখ্য, গেল বছর ২৫ সেপ্টেম্বর উপজেলার টেঙ্গাচর ইউনিয়নে মিরেরগাঁও এলাকায় গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে মিরেরগাঁও এলাকার মফিজুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম। পরে গেল বছর ১৭ নভেম্বর ধর্ষণের শিকার গৃহবধূ গজারিয়া থানায় মামলা দায়ের করেন।