মো: তুষার আহাম্মেদ :
দেশ বরেণ্য সাংবাদিকদের সাথে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে প্রাণবন্ত সভা সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয়।
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) এর সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, আমেরিকার ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার ও সাবেক মহাসচিব এম শাহজাহান মিয়া,
মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা, বিএফইউজে এর সাবেক সভাপতি ওমর ফারুক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক সাধারণ
সম্পাদক ও ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজু আহমেদ, ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বাবু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা। প্রবীণ সাংবাদিক আলী আকবর পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন।